.
১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে নাচন রোড ধরে প্রান্তিকা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বৃহস্পতিবার বিকেলে এক বিশাল মিছিলের আয়োজন করে। মিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসি-র সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। মিছিলে তৃণমূল কংগ্রেসের বহু কর্মীদের সঙ্গে পা মেলান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন, কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি, দুর্গাপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদরা। মিছিল শেষ হয় প্রান্তিকায়। মিছিল শেষে ব্রিগেড সমাবেশকে সফল করে তোলার ডাক দিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ পাড়িয়াল সহ অন্যান্য নেতারা।
Like Us On Facebook