করোনা আবহ কাটিয়ে ফের জমিয়ে শুরু হচ্ছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে রথযাত্রা উৎসব। করোনার কারণে গত দু’বছর মেলা হয়নি। জমায়েত নিষিদ্ধ ছিল। এবছর পরিবেশ ফের স্বাভাবিক হতেই শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপের রথযাত্রা উৎসব। মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। কাল, বৃহস্পতিবার রথের চাকা ঘুরতেই মেলা ফের স্বমহিমায় শুরু হবে। এই রথযাত্রা উৎসব চলে এক মাস ধরে। এবার অবশ্য সব কিছুই নির্ভর করছে পরিবেশ কেমন থাকে তার উপর। প্রতিবারের মত এবারও রথের মেলায় দূরদূরান্ত থেকে বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে ব্যবসায়ীরা এসেছেন। গত দু’বছর দুর্গাপুরের মানুষ রথযাত্রা উৎসব থেকে বঞ্চিত থেকেছেন, এবার রথযাত্রা উৎসবে আনন্দে ভাসবে গোটা শিল্প শহর।
Like Us On Facebook