এসপিজি অনুমোদন দিতেই রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নজরদারিতে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২ ফেব্রুয়ারির জনসভার প্রস্তুতি শুরু হয়ে গেল জোর কদমে। শনিবার বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেছিলেন, যে কোন পরিস্থিতিতে ২ ফেব্রুয়ারি দুর্গাপুরেই প্রধানমন্ত্রীর জনসভা হবে। বিজেপির রাজ্য সম্পাদকের সেই কথার প্রতিফলন শনিবার রাতেই দেখা গেল। শনিবার রাতে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম ফের পরিদর্শন করেন বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। রবিবার দিনভর নেহেরু স্টেডিয়ামে মঞ্চ বাঁধার কাজ চলে। একইসঙ্গে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র মারফৎ জানা গেছে, বৈঠকে স্থির হয় যে নেহেরু স্টেডিয়ামে যেহেতু দর্শকাসন সীমিত তাই বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মী ও মোদীভক্তরা যাতে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে পান তার জন্য স্টেডিয়ামের বাইরের বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিন ও সাউন্ড সিস্টেম বসানোর ব্যবস্থা করা হবে। নেহেরু স্টেডিয়ামের মেনগেট দিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করবেন। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপি সমর্থকরা স্টেডিয়ামের অন্যান্য গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হচ্ছে স্টেডিয়াম লাগোয়া বি-জোন বয়েজ স্কুল মাঠে। ওই দিন স্টিল টাউনশিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে দাবি করছেন বিজেপির দলীয় নেতৃবৃন্দ।

তবে বিজেপি নেতৃত্ব রবিবারও বিভিন্ন ইস্যুতে পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন। অন্যদিকে দূরদূরান্ত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসা মানুষদের জন্য যে বাসের ব্যবস্থা করা হয়েছে শাসক দলের ইউনিয়নের চাপে পড়ে সেই সব বাসের বুকিং ক্যানসেল করে দিচ্ছেন বাস মালিকরা বলে এদিন অভিযোগ করেন বিজেপি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সোমবার থেকে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং রাস্তায় নেমে মিটিং-মিছিল করবেন বলে রবিবারের সাংগঠনিক বৈঠকে স্থির হয়েছে। সোমবার থেকে বিজেপি রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির নেতারা বিভিন্ন এলাকায় ছোট ছোট জনসভা করবেন বলে জানা গেছে। তবে এবার বিজেপি নেতৃত্ব কর্মীদের প্রচারের নির্দেশ দিয়েছেন যে কেবলমাত্র বিজেপি কর্মীদের জন্য এই জনসভা নয় সকল রাজনৈতিক দলের কর্মীদের কাছে পৃথিবীর জনপ্রিয় ব্যক্তিত্বকে দেখতে আসার আহ্বান জানাবে দলীয় কর্মীরা। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে জনসভার কয়েকদিন আগে থেকেই এসপিজির নির্দেশে দুর্গাপুর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানা গেছে।


Like Us On Facebook