লোকসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে সোমবার থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে। এদিন দুর্গাপুরের মহকুমা কার্যালয়ে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে দুর্গাপুর মহকুমা কার্যালয়ের প্রশাসনিক আধিকারিদের নিয়ে সোমবার সকাল থেকে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করেন। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গেও নির্বাচন কমিশনের বিধি নিষেধ বা মডেল কোড অব কন্ডাক্ট নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন দুর্গাপুরের মহকুমা শাসক। এরপর বিকেলে দুর্গাপুর মহাকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মহকুমাশাসক নির্বাচন কমিশনের বিধি নিষেধের গাইডলাইন ব্যাখা করেন।

মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন, এবার লোকসভা নির্বাচনে প্রত্যেক বুথে থাকবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে ভিভিপ্যাট (ভোটার-ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল) মেশিন। একজন ভোটার ভোট দানের পর সাত সেকেন্ডের জন্য এই মেশিনের স্ক্রীনে নিজের ভোট নির্দিষ্ট জায়গায় পড়েছে কিনা তা দেখতে পাবেন। নির্বাচন কমিশনের বিধি নিষেধ চালু হতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচার, দেওয়াল লিখন থেকে অভিযোগ সব কিছুতে কড়া নজরদারি রাখতে নির্বাচন কমিশন যেমন বিভিন্ন কমিটি গঠন করেছেন তেমনই এবার লোকসভা নির্বাচনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপরে নির্বাচন কমিশন কড়া নজরদারি রাখছে বলে জানান দুর্গাপুরের মহকুমা শাসক। নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের ‘cVIGIL’ অ্যাপের মাধ্যমে, সরাসরি মহকুমা কার্যালয় বা নির্বাচন কমিশনে যে কেউ অভিযোগ জানাতে পারেন।

দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে
Like Us On Facebook