স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড(সেল)-এর ডিএসপি ও এএসপি’র অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবিমা নবীকরণের জন্য টাকা জমা নেওয়া শুরু করল দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক। ডিএসপি কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রধান কার্য্যালয় সহ ব্যাঙ্কের সব ব্রাঞ্চেই স্বাস্থ্যবিমা নবীকরণের জন্য টাকা জমা নেওয়া চলছে। টেগর হাউসে ২০ এপ্রিল থেকে এএসপি’র অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবিমা নবীকরণের জন্য টাকা জমা নেওয়া হবে। এছাড়াও ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানির টিপিএ এমডি ইন্ডিয়া হেলথ ইনসিওরেন্স-এর সিটি সেন্টার অফিসেও মেডিক্লেমের টাকা জমা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
টাকা জমা দেওয়ার পর রসিদ সংগ্রহ করে ডিএসপি’র টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ (টিএ) বিল্ডিং-এ জমা দিতে হবে। ২০ এপ্রিল থেকে টিএ বিল্ডিং-এ নির্ধারিত সময়ে ওই রসিদ জমা নিয়ে স্বাস্থ্যবিমা নবীকরণ করবেন ডিএসপি’র আধিকারিকরা। আগামী ১৫ মে পর্যন্ত্য বিমা নবীকরণ প্রক্রিয়া চলবে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল থেকে তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রবল উৎসাহে অবসরপ্রাপ্তরা স্বাস্থ্যবিমা নবীকরণের জন্য ভীড় করেন ডিএসপি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিভিন্ন শাখায়। একই সঙ্গে অনলাইনেও স্বাস্থ্যবিমা নবীকরণের টাকা জামা নেওয়া হচ্ছে বলে জান গেছে।
Sail Mediclaim Circular