পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ২৮ টি পোস্ট অফিস স্থানান্তর করে অন্য পোস্ট অফিসের সঙ্গে একত্রীকরণ করা হবে বলে জানা গেছে। তারমধ্যে দুর্গাপুরে রয়েছে ১০ টি পোস্ট অফিস। ফলে পোস্ট অফিস সংক্রান্ত কাজে দুর্ভোগে পড়তে চলেছেন গ্রাহকরা। বিশেষ করে প্রবীণ নাগরিক ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনসন এবং এমআইএস সংক্রান্ত প্রয়োজনে দূরবর্তী পোস্ট অফিসে যেতে হতে পারে।

বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের পাশে নিয়ে এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। দুর্গাপুরের ১০টি পোস্ট অফিস স্থানান্তর করে অন্য পোস্ট অফিসের সঙ্গে একত্রীকরণের প্রতিবাদে বুধবার দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব দুর্গাপুরের প্রধান পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘আমরা কোনভাবেই জেলার ২৮ টি সহ দুর্গাপুরের ১০ টি পোস্ট অফিস স্থানান্তর হতে দেব না। বৃহত্তর আন্দোলন করে আমরা পোস্ট অফিস সরিয়ে নেওয়া রুখব। সামনের সপ্তাহে যোগাযোগ ভবন থেকে মুখ্য পোস্ট মাস্টার দুর্গাপুরে আসছেন। আমরা মুখ্য পোস্ট মাস্টারের কাছে পোস্ট অফিস সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়ে পোস্ট অফিসগুলি যেমন ছিল সেভাবেই রাখার দাবি জানাব। আমরা যেকোন প্রকারে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত আটকাব।’

Like Us On Facebook