রাত পোহালেই সোমবার সকাল থেকে সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। দুর্গাপুরের প্রায় সাড়ে এগারো লক্ষ ভোটার বর্ধমান-দুর্গাপুর লোকসভা নির্বাচনে দুর্গাপুর মহকুমায তাঁদের পছন্দমত রাজনৈতিক দলের প্রার্থীকে ইভিএম মেশিনে খুঁজে নিয়ে ভোট দেবেন। দুর্গাপুরে ভোট পর্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে এবার দুর্গাপুর মহকুমার ৯৫ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানান দুর্গাপুরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অনির্বাণ কোলে।
দুর্গাপুরের ১০৪৩টি বুথে ৫৫০০ ভোট কৰ্মী থাকছেন ভোট পরিচালনার জন্য। আরও ১০০০ ভোটকর্মী রিজার্ভে থাকছেন। বয়স্ক ও অসুস্থদের জন্য মোট ৫০ টি হুইল চেয়ার মজুত থাকবে। দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজে দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম, আসানসোলের রানীগঞ্জ ও পান্ডবেশ্বরের ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে। এখান থেকে ভোটকর্মীরা দুর্গাপুর মহকুমার বিভিন্ন বুথ ও রানিগঞ্জে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন সহ ভোটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রবিবার থেকেই বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তীব্র দাবদাহের কারণে ভোট কর্মীদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?