দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশন আগামী তিন বছর পরিচালনার জন্য সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, লাইব্রেরিয়ান, সহ-লাইব্রেরিয়ান ও এক্সিকিউটিভ মেম্বার পদের ভোটগ্রহণ হল শুক্রবার। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলে বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে।
বার অ্যাসোশিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে চরম ব্যস্ততা চলছিল কয়েক দিন ধরে। শুক্রবার বিকেলে ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা পর্ব শুরু হয়। শুক্রবার গভীর রাতে ফলাফল প্রকাশিত হবে বলে জানাগেছে আইনজীবী মহল সূত্রে। বার অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ ও ভোট গণনাকে কেন্দ্র করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালত ছিল সরগরম।
Like Us On Facebook