ভোট কেন্দ্রে যাওয়ার আগে বাসের মধ্যেই প্রখর উত্তাপে এক ভোট কর্মী জ্ঞান হারালেন। অসুস্থ ওই ভোট কর্মীর নাম আইনুল হক। তিনি সিএমইআরআই-এ কর্মরত বলে জানান ভোট কর্মীরা। মেডিক্যাল টিম তাঁকে হাসপাটালে ভর্তি করে।
ভোট কর্মীদের অভিযোগ, ভোট কর্মীর অসুস্থতার কথা সেক্টর অফিসে বার বার জানানো হয়। কিন্তু অসুস্থ ওই ভোট কর্মী দীর্ঘক্ষণ বাসের মধ্যে পড়ে থাকলেও কোন চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। পরে সরসরি দুর্গাপুরের মহকুমাশাসক তথা দুর্গাপুরের রিটার্নিং অফিসার অনির্বাণ কোলের হস্তক্ষেপে মেডিক্যাল টিম ওই অসুস্থ ভোট কর্মীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে। মেডিক্যাল টিম সূত্রে জানা গেছে, দুর্গাপুরের ডিসিআরসি থেকে রবিবার ভোট কেন্দ্রে যাওয়ার আগে তিন ভোট কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?