শুক্রবার রাতে দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন নিশানহাটে এক যুবকের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাপান-উতর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। জানা গেছে, ওই যুবক তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা। নাম দীনেশ মাঝি। দীনেশ মাঝির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ায় স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই খবর পেয়ে দুর্গাপুর ২ নং বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ঘটনাস্থলে ছুটে যান। রমাপ্রসাদ হালদার জানান, ইচ্ছাকৃত ভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতার বাড়িতে আগুন লাগানো হল।
তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা রজত মল্লিক। রজত মল্লিক বলেন, ‘কিছু ঘটলেই এখন রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। নিশান হাটেও তাই হয়েছে। দীনেশ মাঝির বাড়িতে আগুন দেখে আমাদের দলের ছেলেরা আগুন নেভাতে যায় আর তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা আমাদের ছেলেদের সুযোগ বুঝে ফাঁসিয়ে দিয়েছে। এই ভাবে চলতে পারে না। আমরা পুলিশের কাছে আবেদন রাখছি নিরপেক্ষ ভাবে তদন্ত করে দীনেশ মাঝির বাড়িতে আগুন লাগার আসল কারণ খুঁজে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করুন।’