ফের রাজনৈতিক সৌজন্যের নজির গড়ল দুর্গাপুর। শুক্রবার সকালে ৩০ নং ওয়ার্ডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন বিজেপি প্রার্থী অভিজিৎ দত্তের সমর্থনে নির্বাচনী সভা করছিলেন, সেই সময় ৩০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের স্ত্রী রুমা পাড়িয়াল নির্বাচনী প্রচারে বেড়িয়েছিলেন ওই এলাকায়।
দিলীপবাবুকে দেখে রুমাদেবী দলীয় কর্মীদের নিয়ে রাজনৈতিক রঙ ভুলে এগিয়ে যান দিলীপবাবুর কাছে। দিলীপবাবুর সঙ্গে করমর্দন করেন এবং দু’জনের মধ্যে কুশল বিনিময়ও হয়।
উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় প্রার্থীদের প্রচারে দুর্গাপুরে এসে বৃহস্পতিবার কংগ্রেসের বিতর্কিত বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছিলেন। এর পরই শুক্রবার সকালে বিশ্বনাথ-পত্নী রুমা পাড়িয়ালের সঙ্গে দিলীপবাবু প্রকাশ্যে সৌজন্য করমর্দন করায় দুর্গাপুরে রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে।
এই সৌজন্য সাক্ষাতের মধ্যে অনেকেই নতুন সমীকরণ খুঁজতে থাকলেও রাজনৈতিক ভাবে বিপরীত মেরুতে থাকা দু’জনেই সংবাদ মাধ্যমের কাছে তাঁদের দীর্ঘদিনের পরিচয়ের সুবাদেই এই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন।