নির্দিষ্ট পার্কিং এলাকা ছাড়া দুর্গাপুরের সিটি সেন্টারে যত্রতত্র গাড়ি পার্কিং করলেই এবার ভুগতে হবে গাড়ি মালিক বা গাড়ি চালককে। বেআইনি ভাবে পার্কিং করলেই গাড়ির চাকায় ট্রাফিক বিভাগের কর্মীরা বেড়ি পরাতে পারেন। শুক্রবার দুর্গাপুরের জাংশন মল এলাকায় এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার জাংশন মল এলাকায় রাস্তার উপর বেআইনিভাবে গাড়ি পার্ক করায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক পুলিশ সেই সব গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেয়। অবৈধভাবে গাড়ি পার্কিং করায় গাড়ির চাকায় বেড়ি পরিয়ে গাড়িগুলির বিরুদ্ধে আইন মোতাবেক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া সিটি সেন্টার এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক বিভাগ এবার সিটি সেন্টারের ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ওয়ানওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু করছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। এই নিয়ম ইতিমধ্যেই জাংশন মল এলাকায় চালু হয়েছে বলে জানান দুর্গাপুরের ট্রাফিক ওসি মহম্মদ আলি। ট্রাফিক ওসি মহম্মদ আলি বলেন, ‘নিয়ম ভেঙে যাতায়াত বা যত্রতত্র গাড়ি পার্কিং করলেই এবার ট্রাফিক বিভাগ কড়া ব্যবস্থা নেবে।’