শুক্রবার দুপুরে পুলিশের গাড়ির সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী সহ ৫ জন। আহতদের মধ্যে ২টি শিশুও রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, দামোদরে স্নান করে দুর্গাপুর ব্যারেজের দিক থেকে স্টেশনের দিকে আসছিল মোটর ভ্যানটি, উল্টোদিক থেকে কোকওভেন থানার একটি পুলিশ গাড়ি দুর্গাপুর ব্যারেজের দিকে যাচ্ছিল, ঠিক তখনই মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের গাড়ির। স্থানীয়রা দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে পুলিশের গাড়ি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
Like Us On Facebook