পঞ্চায়েত ভোটের পর শাসক দলের কর্মীদের ভয়ে বিজেপি কর্মীরা ঘর ছাড়া। পঞ্চায়েত ভোটের বিজয়ী প্রার্থীদের জোর করে তৃণমূল কংগ্রেসে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি কর্মীরা শাসক দলের দুষ্কৃতীদের হামলার ভয়ে রাস্তায় বের হতে পারছেন না। শুক্রবার এইসব অভিযোগে রাজ‍্যের সর্বত্র বিজেপি কর্মীরা থানা ঘেরাও কর্মসূচি নেন।

এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ, জামুড়িয়া, সালানপুর, দুর্গাপুর ও কাঁকসা থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই হুমকি দেন, আর সহ‍্য করব না। অনেক হয়েছে। আমাদের কর্মীদের গায়ে যদি হাত পড়ে এবার আমরাও উল্টো পথে হেঁটে তার মোক্ষম জবাব দেব। এদিন থানা ঘেরাও কর্মসূচিতে বড় রকমের কোন অশান্তির খবর নেই। পরে পুলিশ আধিকারিকদের অনুরোধে বিজেপি নেতৃত্ব ঘেরাও কর্মসূচি তুলে নেন।


Like Us On Facebook