চুরির কিনারা করল পুলিশ, উদ্ধার প্রচুর চোরাই সামগ্রী, ধৃত ৭। দুর্গাপুরের বিধাননগর থেকে সন্দীপ রাও নামে এক ব্যক্তির বাড়িতে গত ৩১ জুলাই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তের ভিত্তিতে প্রথমে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে। সেই দুষ্কৃতিকে জেরা করে আরও দু’জন সোনার দোকানের মালিককে গ্রেফতার করে। ধীরে ধীরে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। কয়েকশো গ্রাম সোনা-রুপোর গয়না সহ উদ্ধার হয় এলইডি টিভি, ক্যামেরা ও বেশ কয়েকটি মোবাইল ফোন।
বুধবার উদ্ধার হওয়া সমস্ত কিছু নিয়ে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখার্জী সহ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিক বিজন সমাদ্দার। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা জানতে তদন্ত চালাচ্ছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ।