রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচলো এক যাত্রীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনে। জানা গেছে, রবিবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী। তিনি যখন প্ল্যাটফর্ম এবং কামরার মাঝের ফাঁক দিয়ে ট্রেনের নীচে পড়ে যাচ্ছিলেন সেই সময় সেখানে টহল দেওয়া জিআরপি ও আরপিএফ জাওয়ানরা দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করেন। অল্পের জন্য প্রাণে বাঁচা ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।
Like Us On Facebook