গোপন সূত্রে খবর পেয়ে নিউ টাউনশিপ থানার অন্তগত জোনাল মার্কেট ও মামরা বাজারে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ২ জনের নাম মনতোষ কর ও বিশ্বজিৎ দাস। সোমবার গভীর রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিধাননগর ফাঁড়ি ও নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন বিধাননগর জোনাল মার্কেট ও মামরা বাজার এলাকায় অভিযান চালায়। প্রায় ৩ লক্ষ টাকার মতো বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বেআইনি বাজির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।
অন্যদিকে, সোমবার কাঁকসার মলানদিঘি এলাকার কুলডিহায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সুভাষ গোপ নামের এক ব্যবসায়ী প্রশাসনের নির্দেশ না মেনে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে তাঁকে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার করে। এবং মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।