দুর্গাপুরের ভিরিঙ্গীর সোনা বন্ধকী সংস্থা মণপ্পুরম গোল্ড লোন-এ গত ৫ মে ডাকাতির ঘটনায় রাঁচি থেকে গ্রেফতার হওয়া এক মাত্র আসামী ওম প্রকাশ প্রসাদ ওরফে পূর্ববংশীকে দুর্গাপুর এনে পুলিশ শনিবার দুর্গাপুর আদালতে তুললে বিচারক আসামীকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। ৫ মে দুর্গাপুর ভিড়িঙ্গীর মণপ্পুরম গোল্ড লোন সংস্থায় ভর দুপুরে ডাকাতি হয়। সংস্থায় লোন গ্রহিতাদের জমা রাখা সোনা ডাকাত দল ডাকাতি করে নিয়ে চম্পট দেয়। পুলিশ তদন্তে নেমে ডাকাত দলের রাঁচিতে খোঁজ পেয়েও ধরতে হিমশিম খায়। ঝাড়খন্ড পুলিশের সহযোগিতায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ওম প্রকাশ প্রসাদ নামের এক ব্যক্তিকে ধরে পুলিশ। পুলিশ ওম প্রকাশকে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ চালায় ডাকাতির কিনারা করতে। অবশেষে দুর্গাপুর পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে আসামী ওমপ্রকাশকে শনিবার দুর্গাপুর আদালতে তোলে। বিচারক পুলিশের বক্তব্য শুনে আসামীকে ১৪ দিনের জেল হেপাজতে নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে। এই খবর চাউর হতেই দুর্গাপুরের সকলেই ডাকাতিতে খোয়া যাওয়া সোনা উদ্ধার নিয়ে কৌতুহলী হয়ে পড়ে। এদিকে ডাকাতির কয়েক সপ্তাহ পর মণপ্পুরম গোল্ড লোন সংস্থা খোয়া যাওয়া সোনার সমমুল্য হিসাব করে ক্লায়েন্টদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে মণপ্পুরম গোল্ড লোন সংস্থা সূত্রে জানা গেছে।

Like Us On Facebook