আজ মহাষষ্ঠী। একদিকে পুজোয় শেষ পর্যায়ের কেনাকাটা, অন্যদিকে দুর্গাপুরের প্রধান বাজার বেনাচিতি ও জাতীয় সড়ক লাগোয়া এক প্রান্তে ভিড়িঙ্গী নবারুণ ক্লাবের পুজো অপর প্রান্তে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো। এছাড়াও নাচন রোড ধরে আরও বেশ কয়েকটি বড় পুজো মণ্ডপ রয়েছে। তাই ষষ্ঠীর বিকেল থেকেই নাচন রোড কার্যত স্তব্ধ যানজটের ফলে। পথ চলতি মানুষের পথ চলাই দায় হয়ে পড়েছে। তাই নাচন রোডে যানজট এড়াতে এবং পুজো মণ্ডপে যাওয়া দর্শনার্থীদের সুবিধার জন্য আজ, শুক্রবার বিকেল পাঁচটা থেকে সকাল পর্যন্ত নাচন রোডে যান চলাচল নিষিদ্ধ করল দুর্গাপুর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মী পুজো পর্যন্ত নাচন রোডে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই এলাকায় পুজো মণ্ডপ দর্শন করতে আসা দর্শনার্থীদের কার্যত পায়ে হেঁটেই যেতে হবে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত মিনি বাস ও টোটো চলার কথা হলেও রাতে নাচন রোডে দর্শনার্থীদের ভিড় এড়াতে তৎপর পুলিশ বিকেল পাঁচটা থেকে সকাল ছয়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এডিসিপি বিশেষ বাইক বাহিনী মোতায়েন করছে বলে জানা গেছে।

Like Us On Facebook