ফের শহরে বেপরোয়া মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে অভিযানে নামল বর্ধমান থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে বিশেষ অভিযান চালিয়ে বেপরোয়া মোটরবাইক চালানোর অপরাধে ৭ জনকে গ্রেফতার ও ৩৩ জনকে ২০০০ টাকা করে ফাইন করা হয়। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। উল্লেখ্য, ৪ মার্চ ২৮ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল আগাম বার্তা দিয়েছিলেন – শহরে বাইক রেস বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল সন্ধ্যা থেকে বর্ধমান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বেলাগাম বাইক ও ট্রাফিক আইন ভঙ্গকারী বাইক চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ জনকে বর্ধমান থানায় নিয়ে আসে। শুক্রবার রাতে থানার সামনে আটকদের পরিবার-পরিজনেরা ভীড় জমান। পুলিশের এই অভিযান চলতে থাকবে বলে জানা গেছে। পুলিশকে দেখাতে অনেকে আবার কনুইয়ে গলিয়ে রাখছেন হেলমেট, কেউ বা বাইকের পিছনের ঝুলিয়ে দিচ্ছেন নতুন কেনা হেলমেট। এদের মধ্যে নব্য যুবকদের সংখ্যাই বেশি।