লাউদোহার পাটশ্যাওড়া গ্রামে অভিযানে গিয়ে গ্রামবাসীদের ইটবৃষ্টি ও লাঠির ঘায়ে গুরুতর আহত পুলিশ কর্মীদের দেখতে বুধবার হাসপাতালে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। বুধবার সকালে কমিশনার দুর্গাপুরের গান্ধী মোড়ের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে দুর্গাপুরের আহত সিআই অমিতাভ সেন, ফরিদপুর থানার ওসি অনির্বাণ বসু ও ফরিদপুর থানার এএসআই বুদ্ধদেব গায়েনকে দেখতে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, কমিশনার এদিন আহত তিন পুলিশ কর্মীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের কাছে থেকে। হাসপাতালের চিকিৎসক ডা. জয়দ্বীপ ভাদুড়ি বলেন, ‘আহত ওসি অনির্বাণ বসু ও এএসআই বুদ্ধদেব গায়েনের শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু আহত সিআই অমিতাভ সেনের অবস্থা আগের মতো এখনও সঙ্কটজনক রয়েছে। তবে সিআই-এর শারীরিক অবস্থা আগের থেকে অবনতিও হয়নি। একই রকম রয়েছেন।’ জখম সিআই অমিতাভ সেনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে। হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের বিশিষ্ট নিউরো সার্জেন ডা. সুনীল কুমারের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম সর্বক্ষণ সিআই অমিতাভ সেনকে পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে। সিআই-এর সুস্থ হয়ে উঠতে যে অনেকটা সময় লাগবে সে ব্যাপারে হাসপাতালের চিকিৎসকরা সকলেই একমত। এদিকে লাউদোহার পাটশ্যাওড়া গ্রামে অভিযানে গিয়ে পুলিশ যেভাবে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল তাতে পুলিশ মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?