প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ২ ফেব্রুয়ারি দুর্গাপুরেই হচ্ছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা দুর্গাপুরের ঠিক কোথায় হবে সেই বিষয়ে চরম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরেই। কখনও শোনা যাচ্ছে দুর্গাপুর আবার কখনও শোনা যাচ্ছে আসানসোলে হবে প্রধানমন্ত্রীর সভা। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল ঠিক করে কার্যত জনসভা সফল করতে বিজেপি রাজ্য নেতৃত্ব যে দ্রুত মাঠে নেমে প্রচার শুরু করে দিতে চায় তা বোঝা গেল এদিন।

শনিবার বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দুর্গাপুর স্টিল টাউনশিপের কুমারমঙ্গলম পার্কে একটি রেস্টুরেন্টে বৈঠকে বসেন। সেখানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঠিক করা থেকে জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রস্তুতি নিয়ে এক উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক হয়। সূত্র মারফৎ জানা গেছে, বৈঠকে বিজেপি নেতারা মোটামুটিভাবে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামেই প্রধানমন্ত্রীর জনসভা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। সেইমত শনিবার ফের নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। তবে নেহেরু স্টেডিয়ামের ক্ষেত্রে এসপিজির ছাড়পত্র মিললেও নেহেরু স্টেডিয়ামে মাত্র বিশ হাজার দর্শকাসন থাকায় বিভিন্ন জেলা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসা লাখো মানুষের সমাগম নিয়ে চিন্তিত বিজেপি নেতৃত্ব।

এদিন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘২ ফেব্রুয়ারি দুর্গাপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হচ্ছে। তবে চিত্রালয় ময়দানে যেহেতু পরের দিন এক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তাই ওই মাঠে জনসভা করতে পুলিশ অনুমতি দিচ্ছে না। তাই বিকল্প জায়গা হিসেবে আমরা নেহেরু স্টেডিয়ামের কথা ভাবছি। কেন্দ্রীয় সরকারের জমিতে যেহেতু হেলিপ্যাড তৈরি বা জনসভা করার কথা ভাবছি তাই আর কোন সমস্যা হওয়ার কথা নয়।’ তবে নেহেরু স্টেডিয়ামে বিপুল সংখ্যক মানুষ যে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি শুনতে পারবেন না সেকথা স্বীকার করে নিয়ে সায়ন্তনবাবু বলেন, ‘সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসা মানুষজন, যারা স্টেডিয়ামের বাইরে থাকবেন তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা সত্বেও আমরা ২ ফেব্রুয়ারি দুর্গাপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা করছি। এই বিষয়ে আর কোন নড়চড় হবে না।’

উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা কোথায় হবে তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকরা ও বিজেপি নেতৃত্ব দুর্গাপুরে আসেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সভাস্থল স্থির করতে অন্ডালের দুবচুড়িয়া, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম ও চিত্রালয় ময়দান খতিয়ে দেখেন এসপিজি কর্তারা। যেহেতু প্রধানমন্ত্রীর সভার পরের দিনই এক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তাই এসপিজি কর্তারা চিত্রালয় ময়দানে নিরাপত্তার খাতিরে সভার অনুমোদন দেয় নি। চুবচুড়িয়া আবার বিজেপি নেতৃত্বের না পসন্দ। কিন্তু নেহেরু স্টেডিয়াম নিয়ে এসপিজি বা বিজেপি নেতৃত্বের কোন আপত্তি নেই বলেই জানা গেছে। তাই নেহেরু স্টেডিয়ামেই যে ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হচ্ছে সে বিষয়ে নিশ্চিত ধরে নিয়ে বিজেপি নেতৃত্ব এবার মাঠে নেমে প্রচারে মনোনিবেশ করতে আগ্রহী।



Like Us On Facebook