১ বৈশাখ থেকে দুর্গাপুরে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ ব‍্যবহারের উপর কড়া নজরদারি শুরু করতে চলেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম। শুক্রবার বিকেলে নির্দিষ্ট মানের নীচে যথেচ্ছ প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ ব‍্যবহার করলে প্রশাসন ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আর্থিক জরিমানা ও সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক কড়া পদক্ষেপ নেবে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম। শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস।

শুক্রবার দুর্গাপুর বণিক সভার সভাপতি কবি দত্তকে পাশে বসিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসনের প্রধান শঙ্খ সাঁতরা ও দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস বলেন দুর্গাপুর শহরে ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ ব‍্যবহার করলে এবং থার্মোকলের থালা, গ্লাস, বাটি অভিযানে ধরা পড়লে বিক্রেতার ৫০০ টাকা ও‌ ক্রেতাকে ৫০ টাকা আর্থিক জরিমানা করা হবে বলে জানান দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডেই মাইকিং করা হবে বলে জানা গেছে।

Like Us On Facebook