পূর্ব বর্ধমানের আউশগ্রামে গড়ে তোলা হচ্ছে পঞ্চবটী বন। রাজ্যের মধ্যে প্রথম এই উদ্যোগে সামিল হয়েছেন বন দফতরের আধিকারিকদের ঘরণীরা। তাঁদের স্বামীরা সরকারি ভাবে বনসৃজনের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তাঁদের পাশে দাঁড়ালেন স্ত্রীরাও। তাঁরা আউশগ্রামে পঞ্চবটীর খন্ডবন তৈরিতে উদ্যোগী হয়েছেন। সেইমতো তাঁদের সংগঠনের তরফে আউশগ্রামে পঞ্চবটী গাছের চারা লাগানোর মাধ্যমে রাজ্যে প্রথম এই কর্মসূচির সূচনা করেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বনপাল কল্যাণ দাস, পূর্ব বর্ধমানের জেলা বনাধিকারিক নিশা গোস্বামী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পঞ্চবটী গাছের ভেষজ গুণাগুণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রামায়ণের সীতামাতার সঙ্গে পঞ্চবটী বন ওতপ্রোত ভাবে যুক্ত। এই কর্মসূচির মাধ্যমে আমাদের সেই অতীত সাংস্কৃতিক ঐতিহ্যকেও সারা ভারত জুড়ে ছড়িয়ে দেওয়া হবে।’ জানা গেছে, ব্যক্তিগত জায়গায় বট, অশ্বত্থ, বেল, অশোক এবং আমলকি এই পাঁচ ধরণের গাছের চারা রোপণ করে খন্ডবন তৈরি করবেন ওই সংগঠনের সদস্যরা। সেই চারাগুলি বড় করে তোলার পর সেখানে সীতাদেবীর স্মরণে বেদী তৈরি করা হবে।