ফের ক্লাব দখলকে কেন্দ্র করে উত্তেজনা। একগোষ্ঠীর উপর বোমা, বন্দুক, ভোজালী ও তলোয়ার নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার ৪ টি তাজা বোমা। ঘটনায় আহত ৩। তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডের পীরবাহারাম ডাঙ্গাপাড়ার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরবাহারামের ডাঙ্গাপাড়া জোনাকি সংঘের দখল নিয়ে দুটি গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। এই দখলদারি নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি রাতের বেলায় মহম্মদ আকবর ওরফে কালোকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে মুন্না গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ মুন্নাগোষ্ঠীর বেশ কয়েকজনকে গ্রেফতারও করে। গত কয়েকদিন আগেই তাঁরা জামিনে মুক্ত হতেই নতুন করে আজ আবার অশান্তি ছড়ায়। অভিযোগ, আজ সকালে কালো গোষ্ঠীর লোকেদের উপর মুন্নাগোষ্ঠীর লোকেরা বোমা, বন্দুক, ভোজালি ও তলোয়ার নিয়ে চড়াও হয়। এমনকি এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয় কালো গোষ্ঠীর তিনজন। এমনকি কেস তুলে নেওয়ার হুমকি দিয়ে মৃত মহম্মদ আকবর ওরফে কালোর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Like Us On Facebook