গঙ্গাসাগর থেকে ফেরার পথে পুণ্যার্থীদের গাড়ি উল্টে একজনের মৃত্যু ও আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নিউ টাউনশিপ থানার অন্তর্গত ২ নং জাতীয় সড়কের এমএএমসি কারখানা সংলগ্ন এলাকায়। জানা গেছে, বিহারের মতিহারি জেলার বাসিন্দা ৯ জন পুণ্যার্থী একটি টাটা সুমো গাড়িতে করে সুলতানগড়, দেওঘর, তারাপীঠ ও গঙ্গাসাগর গিয়েছিলেন। গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে, সোমবার ভোরে ২ নং জাতীয় সড়কের এমএএমসি কারখানার কাছে তাঁদের গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সকলেই কমবেশি আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়, গুরুতর আহত তিনজন চিকিৎসাধীন। বাকিদের প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Like Us On Facebook