মঙ্গলবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড়ে রাস্তা পারাপার করার সময় একটি দ্রুত গতি সম্পন্ন পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বিষ্ণু মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃতু হল। জানা গেছে, মৃত বিষ্ণু মন্ডল এমএএমসি’র বি-২ এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ২ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে রাস্তা পারাপার করছিলেন বিষ্ণু মন্ডল। সেইসময় বর্ধমানের দিক থেকে আসা একটি দ্রুত গতির পিক-আপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মৃত ব্যক্তির পরিজন ও বন্ধু-বান্ধবরা ঘাতক ভ্যানটিকে ধরার দাবিতে ডিভিসি মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই ঘটনায় বেশ কিছুক্ষণ ২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জাতীয় সড়ক অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Like Us On Facebook