দুর্গাপুর নগর নিগমের সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের ডিজিটাল রেশন কার্ডের ফর্ম জমা নেওয়া চলছে। সিটি সেন্টারের কর্মাশিয়াল কমপ্লেক্স ও এডিডিএ অফিস বিল্ডিং-এর রেশন অফিসে দুর্গাপুর নগর নিগমের অধীন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ডিজিটাল রেশন কার্ডের জন্য নাম নথিভুক্ত করাতে সাত সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে।
রেশন অফিস সূত্রে জানা গেছে প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করার পর তা পূর্ণ করে প্রয়োজনীয় প্রমাণ পত্র সহ জমা করতে হবে গ্রাহককে। ফর্ম জমা নেওয়ার পর একটি বার কোড সহ রসিদ দেওয়া হবে। পরবর্তী সময়ে স্ক্রুটিনির পর ডিজিটাল রেশন কার্ড হলে ওই বার কোড যুক্ত রসিদটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গেলে ডিজিটাল কার্ড দেওয়া হবে।
২৮ নং ওয়ার্ড মুচিপাড়া ঘাটপুকুরের বাসিন্দা শ্রীমন্ত মণ্ডল বলেন, ‘সব কাজ ফেলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আগের বার সমস্ত প্রমাণপত্র সহ ফর্ম জমা দিয়েও রেশন কার্ড পেলাম না। আজ ফের সমস্ত প্রমাণপত্র সহ ফর্ম জমা দিলাম। এবার দেখার ডিজিটাল রেশন কার্ড কপালে জোটে কিনা।’
মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘ডিজিটাল রেশন কার্ড প্রক্রিয়া একটি দীর্ঘ এবং ধারাবাহিক প্রক্রিয়া। এটির কোন সময়সীমা বাঁধা নেই। ভবিষ্যতেও এর ফর্ম জমা নেওয়া হবে।’