দুর্গাপুরের আমরাই চ‍্যাটার্জী পাড়ার জগন্নাথ সেবা সমিতির রথ এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল। রথ যাত্রার প্রস্তুতি প্রায় সমাপ্ত হয়েছে। বিকেলে রথের দড়িতে টান দেবেন আমরাই গ্রামের ধর্মপ্রাণ মানুষ।

জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই রথে আমরাই গ্রামের গন্ডি পেরিয়ে কুরুলিয়া গ্রাম হয়ে মিলন পল্লীর হরিসভায় গিয়ে পৌঁছবেন শনিবার সন্ধ্যায়। এদিন বিকেলে প্রচুর ভক্ত ভোগ প্রসাদ নেবেন। তার জন্য প্রস্তুতি প্রায় শেষ। বিকেল হলেই টান পড়বে রথের রশিতে। সেই অপেক্ষায় এখন আমরাই গ্রামের মানুষজন। আমরাই চ‍্যাটার্জী পাড়ার রথযাত্রার সঙ্গে সঙ্গে চ‍্যাটার্জী পাড়ার মা দুর্গার মূর্তি গড়ার কাজেরও সূচনা হয়।


Like Us On Facebook