আন্ডারপাশের দাবিতে শুক্রবার সকালে ২নং জাতীয় সড়কে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর এবিএল টাউনশিপের বাসিন্দারা। এবিএল কারখানা এখন বহুজাতিক শিল্প সংস্থা অ্যালস্টম-এর হাতে। এই অ্যালস্টম কারখানা যেতে গেলে কারখানার কর্মীদের দেড় থেকে দু’কিমি ঘুরে যেতে হচ্ছে। পড়ুয়াদের স্কুল যাতায়াতেও দীর্ঘসময় ব্যয় হচ্ছে। ২নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে দীর্ঘদিন ধরে, ফলে অসুবিধায় পড়েছেন বাসিন্দারা। ঘুরপথে গন্তব্যে যেতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। তাই জাতীয় সড়কে একটি আন্ডারপাশের দাবিতে বাসিন্দারা শুক্রবার জাতীয় সড়কের পাশে বিক্ষোভ প্রদর্শন করেন।

Like Us On Facebook