কোনদিন ১৫০ কোনদিন ২০০, ভোট যত এগিয়ে আসছে ভোট মেশিন ভিভিপ্যাট নিয়ে ততই ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে। দুর্গাপুর মহাকুমা কার্যালয়ের দ্বিতীয় তলে গত দু’মাস ধরে নির্বাচন কার্যালয়ের সামনে ভোটারদের ইভিএম মেশিন ও ভিভিপ্যাট ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কার্যালয়ের কর্মীরা। পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন কলেজ, স্কুল ও মলের সামনে একই ভাবে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন নির্বাচন কার্যালয়ে কর্মীরা।

দুর্গাপুর মহকুমা কার্যালয়ে পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, গত দু’মাস ধরে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট ব্যবহারের ব্যাপারে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দেওয়ার পর এবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ে আগতদের ভিভিপ্যাটের মাধ্যমে ভোট দেওয়ার ‘ডেমো’ চলছে। একই সঙ্গে ভিভিপ্যাট ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন সরকারি খাতায় তাঁদের নাম ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখা হচ্ছে। সেই খাতার পরিসংখ্যান বলছে, যত ভোট এগিয়ে আসছে সাধারণ ভোটারদের মনে ভিভিপ্যাট নিয়ে আগ্রহ বাড়ছে তা বোঝা যাচ্ছে।

দুর্গাপুর মহকুমা কার্যালয়ে নির্বাচন দফতরে ভোটারদের ভিভিপ্যাট প্রশিক্ষণ দেবার কর্মী নগেন্দ্র নাথ মন্ডল ও কার্তিক মন্ডল বলেন, ‘ইভিএম মেশিনে ভোট দান এখন সকলেই জানেন। কিন্তু ভিভিপ্যাট ব্যবহারের পদ্ধতি কিরকম সেই আগ্রহে ভোটাররা মহকুমা কার্যালয়ে এসে হাতে কলমে শিখে নিচ্ছেন যাতে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসবে এবার নিজের ভোট সঠিক জায়গায় পড়ল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেন।’ দুর্গাপুরের নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুর্গাপুর পুরসভার তথ্য কেন্দ্রের সভাকক্ষে দুর্গাপুর পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের ভিভিপ্যাট সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কথা। এরপর ভিভিপ্যাট নিয়ে ওয়ার্ড ভিত্তিক সচেতনতা ও প্রশিক্ষণ চলবে বলে নির্বাচন কার্যালয়ে সূত্রে জানা গেছে।




Like Us On Facebook