দুর্গাপুর শিল্পাঞ্চলে মহা উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ পালন করল শিল্পাঞ্চলের মানুষ। শনিবার কাকভোর থেকেই মন্দিরে মন্দিরে নববর্ষের খাতা মহরৎ ও পুজো দেবার জন্য লম্বা লাইন পড়ে। বিশেষ করে ভিড়িঙ্গী কালী মন্দিরে, ব্যবসায়িরা খাতা মহরৎ এর জন্য ভোর থেকে লম্বা লাইনে দাঁড়ান এখানে। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গাপুরের বি-জোন মার্কনীতে প্রতি বছরের মত এবারও নববর্ষের সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোটেল গুলিতেও খাদ্য রসিক বাঙালির ভিড় দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে। বিভিন্ন পার্ক ও মলগুলিও বাংলা নববর্ষের জন্য নতুন ভাবে সেজে উঠেছে।
Like Us On Facebook