টানা বৃষ্টিতে জল বাড়ছে দামোদরের, জল ছাড়া হচ্ছে নিয়মিত। ব্যারেজের সেই মনোরম দৃশ্য উপভোগ করতে স্বাস্থ্যবিধি ভেঙে লকডাউনে স্থানীয় মানুষ ভিড় জমালেন দুর্গাপুর ব্যারেজে। জানা গেছে, প্রতিদিন ধাপে ধাপে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে। পাশাপাশি আজ বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যারেজ থেকে নির্গত জলোচ্ছ্বাস দেখতে সকাল থেকেই ভিড় দামোদরের দুর্গাপুর ব্যারেজে।

দুর্গাপুর ব্যারেজ থেকে বৃহস্পতিবার প্রায় ২৮,৮০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানান সেচ দফতরের আধিকারিক। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে টানা বৃষ্টির খবর থাকলেও, ডিভিসি এখনও পর্যন্ত মাইথন থেকে সে ভাবে জল ছাড়েনি। ঘূর্ণাবর্তের জেরে অতিভারী বৃষ্টিপাত হলে তবেই আগামী দিনে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে বলে জানান তিনি। সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকা জলে প্লাবিত হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনো আশঙ্কা নেই এমনটাই দাবি করেছেন সেচ দফতরের এক আধিকারিক।

অন্যদিকে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বৃহস্পতিবার দামোদর ব্যারেজের খোলা গেট গুলির উপরে ব্রিজে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মাতলেন সাধারণ মানুষ। ঘুরতে আসা অনেকের দাবি, লকডাউনে দীর্ঘদিন গৃহবন্দী, বাইরে কোথাও সেভাবে যাওয়া-আসা নেই। জল ছাড়ার সময় দামোদরের সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায়। দীঘার মতো লাগছে দুর্গাপুর ব্যারেজ। তাই দেখতে এসেছি।


Like Us On Facebook