পুজোর আনন্দে পেট পুজোয় বাঙালির রসনা তৃপ্তির জন্য প্রতি বছরের মতো এবারও ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর পুজোর তিনদিন বাঙালির প্রিয় পিয়ারলেস ইন নিয়ে এল ‘ভোজ’ ও ‘মহাভোজ’। সম্পূর্ণ নিরামিষ পদের বাঙালি খাবার সমৃদ্ধ থালি হল ভোজ। মূল্য ৪৯৯ টাকা প্লাস জিএসটি। ভোজে থাকছে বাঙালির মননের সঙ্গে তাল মিলিয়ে সরু চালের ভাত, মুগডাল থেকে শুক্তো সহ রকমারি সুস্বাদু তরকারি থেকে পায়েস, চাটনি, পাঁপড়, রসগোল্লা মায় মুখসুদ্ধি। একই ভাবে মহাভোজেও মহোৎসব চলবে পিয়ারলেস ইন-এ ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর পুজোর কদিন।
আমিষ পদে বাঙালির রসনা তৃপ্তির জন্য বিশেষ আমিষ থালির নাম মহাভোজ। মূল্য ৫৯৯ টাকা প্লাস জিএসটি। সুস্বাদু খাসির মাংস, ইলিশ ও চিংড়ির বিভিন্ন পদ সমৃদ্ধ থালি হল মহাভোজ। সঙ্গে থাকছে বাঙালির সব মুখরোচক মনমাতানো পদ। তাছাড়া পিয়ারলেস ইন্ডিগোয় বুফেরও ব্যবস্থা থাকছে। একই সঙ্গে বাড়িতে পার্সেলে নাম মাত্র মূল্যে ব্রেক-ফাস্টের ফাস্ট ফুড থেকে লাঞ্চ, ডিনার নিয়ে যাওয়ার সুব্যবস্থা রাখছে পিয়ারলেস ইন কর্তৃপক্ষ। তাছাড়া পুজোর তিনদিন ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করেছে পিয়ারলেস ইন কর্তৃপক্ষ। ২৭ সেপ্টেম্বর প্রখ্যাত শিল্পী মিলিন্দ গাবা ২৮ তারিখ ডান্ডিয়া ও ২৯ তারিখ থাকছে ডিজে। পিয়ারলেস ইন-এর দুর্গাপুরের সেলস্ অ্যান্ড মার্কেটিং-এর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক সৌমেন দত্তর দাবি, এবার দুর্গাপুজোয় পুজো প্যান্ডেলগুলির সঙ্গে একাই পাল্লা দেবে দুর্গাপুর পিয়ারলেস ইন।