দুর্গাপুর স্টিল প্লান্টের কোকো ব্যাটারি ডিপার্টমেন্টে ময়ূরের দর্শন পেল কারখানায় কর্মরত কর্মীরা। শনিবার সাত সকালেই সেই ময়ূরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। দুর্গাপুর স্টিল প্লান্টে কিভাবে ময়ূর এল এই প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু চর্চা চলছে। কেউ কেউ মনে করছেন কাঁকসা ও আউসগ্রাম এলাকার বনাঞ্চলে ময়ূরের বাস আছে, সেখান থেকেই সম্ভবত ময়ূর উড়ে এসেছে কারখানায়। আবার কেউ কেউ মনে করছেন দুর্গাপুর স্টিল প্লান্টের পিছনে দামোদর নদ। তারপরেই বাঁকুড়ার বড়জোড়া মালিয়াড়ার বিস্তীর্ণ এলাকায় বনাঞ্চল। সেখানে বহু বন্য প্রাণী রয়েছে। সেখানে হাতিও রয়েছে। সম্ভবত সেখান থেকেই ময়ূর কোনভাবেই দুর্গাপুর স্টিল প্লান্টে উড়ে এসেছে। যদিও ময়ূরের দুর্গাপুর স্টিল প্লান্টে আবির্ভাব নিয়ে খবর সংগ্রহ করা পর্যন্ত দুর্গাপুর বন বিভাগের আধিকারিকের কোন বক্তব্য পাওয়া যায়নি।