চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিজনরা বিক্ষোভ দেখালেন। মৃতদেহ নিতে অস্বীকার করেন মৃতের পরিজনেরা বলে জানা গেছে। বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পর সুপার ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এবং মৃতদেহটি নেন মৃতের পরিবারের লোকজন। পরে হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, রবিবার পেটে যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন গোপালপুরের অনুরুপা বাউরী(১৯)। তাঁর ২৭ দিনের ছোট্ট শিশু রয়েছে বলে জানা গেছে। গতকাল সকাল দশটা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে অনুরুপাদেবীকে ভর্তি করা হয়, তারপর থেকে একবারের জন্যও চিকিৎসক এসে চিকিৎসা করেননি বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ডা. ইন্দ্রজিৎ মাঝি জানান, চিকিৎসার কোনো গাফিলতি ছিল না। চিকিৎসকরা সময়ে সময়ে গিয়েছিলেন এবং অনুরুপাদেবীকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। রোগীর আত্মীয়রা হাসপাতাল সুপারকে এবং চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখান। পরে সুপারকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। তারপর সুপার তদন্তের আশ্বাস দিলে রোগীর পরিবার বিক্ষোভ তুলে নেন।