চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রবল উত্তেজনা ছড়াল। খবর পেয়ে পুলিশ এসে অবস্থা সামাল দিতে গেলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ধস্তাধস্তি রোগীর পরিজনদের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে।

জানা গেছে, অন্ডালের তাজওয়ারের বাসিন্দা কাজল মন্ডল (৪৫) দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন তিনদিন আগে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে রোগীর পরিবারকে খবর দেওয়া হয়, কাজল মন্ডলের অবস্থা গুরুতর। পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন কাজলবাবুর মৃত্যু হয়েছে। এরপর চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু করেন রোগীর পরিবার-পরিজনেরা। ঘটনার খবর পেয়ে পুলিশ এলে পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনেরা। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। হাসপাতালের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখান মৃতের পরিবার-পরিজনেরা। যতক্ষণ না পর্যন্ত কি কারণে রোগীর মৃত্যু ঘটলো তা না জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ততক্ষণ পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন রোগীর পরিজনেরা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Like Us On Facebook