নিত্যদিন ট্রেন দেরিতে চলার ঘটনার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখালেন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। বুধবার এই অবরোধ বিক্ষোভের ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান মেন শাখার মেমারি স্টেশনে। এদিন বেলা ১১টা থেকে ট্রেন আটকে রেখে শুরু হয় অবরোধ বিক্ষোভ। এর জেরে বিঘ্নিত হয় ট্রেন চলাচল।

বিক্ষোভকারিরা জানান, বর্ধমান স্টেশন থেকে বেলা ৯টা ৫৮ মিনিটে ছেড়ে অসা ডাউন লোকাল ট্রেনটির ১০টা ২২ মিনিটে মেমারি স্টেশন পৌঁছানোর নির্দিষ্ট সময়। বিক্ষোভকারিরা বলেন, ট্রেনটি প্রতিদিন অনেক দেরি করে মেমারি স্টেশন পৌঁছায়। পথে বার বার মেল ও এক্সপ্রেস ট্রেন পাস করানোর জন্য এই লোকাল ট্রেনটিকে মাঝপথে দাঁড় করিয়ে রাখা হয়। এর জন্য শুধু শিক্ষক-শিক্ষিকারাই নয়, মেমারি বিদ্যালয় ও কলেজ পড়ুয়ারাও নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। এই পরিস্থিতি বদলের দাবিতেই রেল লাইনে অবরোধ বিক্ষোভে বসেছেন বলে বিক্ষোভকারিরা জানান। পরে মেমারি থানার পুলিশ ও মেমারি স্টেশন ম্যানেজার উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলের আশ্বাস দিলে বেলা ১২ টা নাগাদ অবরোধ ওঠে।

Like Us On Facebook