যাত্রী স্বাচ্ছন্দ্যে দুর্গাপুর রেল স্টেশনের বিভিন্ন পরিষেবা সরজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর রেল স্টেশন পরিদর্শন করলেন ভারতীয় রেলের যাত্রী পরিষেবা কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ডা. রাজীব শর্মার নেতৃত্বে এই প্রতিনিধি দল বৃহস্পতিবার দুর্গাপুর রেল স্টেশনে এসে স্টেশনের স্বচ্ছতা থেকে স্টেশনে বিভিন্ন খাবারের গুণগত মান, পানীয় জলের ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা সহ সবদিক খতিয়ে দেখেন। ডা. রাজীব শর্মা সহ প্রতিনিধি দলের সদস্যরা দুর্গাপুর রেলস্টেশনের স্বচ্ছতা থেকে বিভিন্ন যাত্রী পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে ভারতীয় রেলের নতুন ভাবনাকে বাস্তবায়ন করতে দুর্গাপুর রেলস্টেশন নতুন করে সেজে উঠছে। স্টেশনে প্ল্যাটফর্মের সিঁড়ি তুলির টানে নতুন রুপে রেঙে উঠেছে। সঙ্গে বসেছে স্টেশনে লাগেজ স্ক্যানার। সব মিলিয়ে দুর্গাপুর রেলস্টেশন নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। জানা গেছে, এই কমিটি দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল সহ ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন স্টেশন পরিদর্শন করবে। তাঁদের দেওয়া নম্বরের ভিত্তিতে ঠিক হবে ভারতীয় রেলের কোন স্টেশন কত স্বচ্ছতা বা যাত্রী সুবিধা, অসুবিধা রয়েছে। সেই মতো পরবর্তী সময়ে রেলস্টেশনগুলির আরও উন্নয়ন করা হবে।



Like Us On Facebook