সিপিএমের আহত বিধায়ক সন্তোষ দেবরায়কে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন সহ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী সোমবার হাসপাতালে দেখতে গিয়ে সৌজন্যের নজির স্থাপন করলেন। এদিন সিপিএমের রাজ্য নেতারা আহত বিধায়ক সন্তোষ দেবরায় ও সিপিএম কর্মী জয় সিংকে দেখতে যাওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন ও কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী সহ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল দেখা করে আসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভি শিবদাসন বলেন, এখানে আমরা রাজনীতি করতে আসিনি। আমরা আহত সিপিএম বিধায়কের আরোগ্য কামনায় দেখতে এসেছি। ভি শিবদাসন আরও বলেন, পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করছে। দোষীদের পুলিশ কড়া শাস্তি দেবে। তবে দলের যদি কেউ জড়িত থাকে দল পৃথক অনুসন্ধান করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।

এদিকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার শীর্ষ নেতৃত্ব আহত বিধায়ক সন্তোষ দেবরায়কে হাসপাতালে দেখতে আসা নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন তৃণমূল কংগ্রেসের এখনও অনেক ভালো লোক আছে। আহত বিধায়ককে যারা হাসপাতালে দেখতে এসেছেন তাঁরা সৌজন্যের নজির স্থাপন করলেন। ভালো কথা। কিন্তু দেখতে আসা নিয়ে তৃনমূল কংগ্রেস নেতারা রাজনীতি করলে দুর্গাপুরের মানুষ তাদের ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দেন সোমবার।

উল্লেখ্য, গত শনিবার ডিপিএল প্ল্যান্টের প্রশাসনিক ভবনে বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট জমা নেওয়ার প্রতিবাদে বাম কর্মীরা ডেপুটেশন দিতে গেলে তঁদের উপর হামলা করা হয়। বেধড়ক মারধর খেয়ে সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় ও সিপিএম কর্মী জয় সিং গুরুতর আহত হন। তাঁদের দেখতে মিশন হাসপাতালে আসেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার শীর্ষ নেতৃত্ব। অন‍্যদিকে একইদিনে সিপিএমের রাজ্য নেতারাও আহত সিপিএম কর্মী ও বিধায়ককে দেখতে মিশন হাসপাতালে আসেন।

Like Us On Facebook