বিউটি পার্লার গুলির বিরুদ্ধে কড়া মনোভাব দেখাতে দুর্গাপুর নগর নিগম দুর্গাপুরের সমস্ত পার্লারে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করতে চলেছে। এতদিন পার্লার মালিকদের সিসিটিভি বসানোর মৌখিক প্রতিশ্রুতির উপর নির্ভর করে বসে থাকত দুর্গাপুর নগর নিগম। নজরদারি হত না। সেই সুযোগকে কাজে লাগিয়ে শহরের এক শ্রেণীর পার্লার মালিক বিশেষ করে দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজা ও বিধাননগরে স্পা বা ইউনিসেক্স পার্লারের নামে পর্দার আড়ালে দেহ ব্যবসা চালাত। অনেক কলেজ ছাত্রীও অসামাজিক এই ব্যবসায় জড়িয়ে যাবার অভিযোগ উঠে। স্থানীয় মানুষ বার বার অভিযোগ জানিয়েও কোন সুরাহা না পেয়ে গত সোমবার বিধান নগরে নিজেরাই নজরদারি চালানো শুরু করতেই টনক নড়ে দুর্গাপুর নগর নিগমের। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি বিমল কুমার মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দুর্গাপুর নগর নিগমের কমিশনার কস্তুরি সেনগুপ্ত অম্বুজায় বিশেষ অভিযান চালান। বৈধতা না থাকায় কয়েকটি পার্লার সিল করে দেন। কয়েকজনকে আটক করে পুলিশ। বুধবার সংবাদ মাধ্যমকে দুর্গাপুর নগর নিগমের কমিশনার কস্তুরি সেনগুপ্ত বলেন পার্লার গুলির অসামাজিক কাজকর্ম রোধে দুর্গাপুর নগর নিগম এবার নিয়মিত অভিযান চালাবে এবং পার্লারে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামুলক করতে চলেছে নগর নিগম। একই সঙ্গে পার্লার চালাতে নগর নিগমের একগুচ্ছ নিয়মাবলিও মেনে চলতে হবে পার্লার মালিকদের। অমান্য করলেই কড়া ব্যবস্থা নেবে দুর্গাপুর নগর নিগম বলে সূত্র মারফৎ জানা গেছে।
Like Us On Facebook