৭মে খুন হয় বিষ্ণু থাপা

২০১৬ সালের ২৩ অক্টোবরের মতো একই ধাঁচে দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত এলাকার এক কুখ্যাত তোলাবাজ দীপক সাউ ফের তোলা চেয়ে টাকা না পেয়ে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে চম্পট দিল। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার অ আ ক খ ক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে ডিএমসি অনুমোদিত পাকিং জোনে ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

ডিএমসি পার্কিং জোনের টেন্ডার প্রাপ্ত ঠিকাদার বিষ্ণু থাপার কাছে কয়েকদিন আগে কুখ্যাত তোলাবাজ দীপক সাউ তোলা চায় বলে অভিযোগ। জানা গেছে, বিষ্ণু দীপকের প্রস্তাবে রাজি হয় নি। উল্টে কোকওভেন থানায় বিষ্ণু তোলাবাজ দীপকের নামে অভিযোগ দায়ের করে। এতেই ক্ষিপ্ত দীপক সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ  পাকিং জোনে এলে প্রথমে বিষ্ণুর সঙ্গে বচসা হয় এবং তারপর গুলি চালায়। ঘটনাস্থলেই বিষ্ণু থাপা (৩০) মারা যায় এবং বিপুল সেখ নামের আরও এক ব্যক্তির হাতে গুলি লাগে। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিষ্ণু থাপা ও বিপুল সেখকে গুলি করে বিষ্ণু থাপার একটি স্কুটি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত দীপক। এই খবর চাউর হতেই কোকওভেন থানার পুলিশ সহ ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বিরাট পুলিশ বাহিনী নিয়ে পেট্রোল পাম্পের সামনে ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দীপকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

জানা গেছে, ২০১৬ সালের ২৩ অক্টোবর রাতে এই পেট্রোল পাম্পের এক ট্রাক চালক মদন চৌহানকে গুলি করে হত্যা করে চম্পট দেয় দীপক সাউ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। সেই ঘটনায় অভিযুক্ত তোলাবাজ দীপক কয়েকদিন আগে দুর্গাপুর কোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে ফের এলাকায় তান্ডব শুরু করে।



Like Us On Facebook