অভিযোগ, পাল্টা অভিযোগ দিয়েই সোমবার পঞ্চায়েত নির্বাচনের ভোট দান পর্ব শুরু হল। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে গ্রামবাসীদের বেশ লম্বা লাইন দেখা যায়। দুর্গাপুর মহকুমার বিভিন্ন ভোটকেন্দ্রে বিরোধীদের পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি অনেক ভোটার ভোট দিতে না পারার অভিযোগ তোলেন।

কাঁকসার বিভিন্ন বুথ ও দুর্গাপুরের জেমুয়াতেও একই অভিযোগ উঠল। জেমুয়ায় সিপিএম পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। দুর্গাপুরের বিভিন্ন ব্লকে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও বড় কোন অশান্তির খবর নেই। একইভাবে অন্ডাল, পান্ডবেশ্বর ও লাউদোহায় বড় কোন অশান্তির খবর না থাকলেও সর্বত্র শাসকদলের দাপটে বিরোধীদের কোণঠাসা অবস্থা। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানান, সকাল ৯টা পর্জন্ত দুর্গাপুর মহকুমায় ভোট পড়েছে ১২.৮৫%।




Like Us On Facebook