দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক আদিবাসী যুবতিকে কটুক্তি করার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে গোটা পলাশডিহায় উত্তেজনা ছড়ায়। কটুক্তির প্রতিবাদে স্থানীয় আদিবাসী মহিলারা পলাশডিহার তৃণমূল কংগ্রেস কার্যালয় শনিবার রাতেই ঘেরাও করে, দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দোষীদের শাস্তির দাবিতে সরব হন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শনিবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত। ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানস রায়কে স্থানীয় আদিবাসী মহিলারা শনিবার রাতে কটুক্তি প্রসঙ্গ জানানোর পর দলীয় কার্যালয় থেকে কাউন্সিলর বের হতেই স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ পলাশডিহার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটুক্তির অভিযোগ নস্যাৎ করে জানান হয় পার্টির ভাবমূর্তি নষ্ট করতে এটা বিরোধীদের পরিকল্পিত চক্রান্ত।