পর্যাপ্ত বাসের অভাবে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের লিখিত পরীক্ষায় দুর্গাপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আগত বহিরাগত পরীক্ষার্থীরা চরম অসুবিধার মধ্যে যাতায়াত করল রবিবার। রবিবার ছিল পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের লিখিত পরীক্ষা, পরীক্ষা অনুষ্ঠিত হয় দুর্গাপুরের বিভিন্ন স্কুলে।
এদিন বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা কনস্টেবলের চাকরির সুযোগ পেতে এই পরীক্ষা দিতে আসে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্রে। কিন্তু কয়েক হাজার পরীক্ষার্থীর দুর্গাপুরে আসাকে কেন্দ্র করে সে রকম বাড়তি যানবাহনের কোন ব্যবস্থা ছিল না। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের সেই যাতায়াতের ভরসা মিনিবাস বা অটো-টোটোয় বাদুরঝোলা হয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে হয়। অনেকে আবার মিনিবাসগুলিতে উঠতে না পেরে প্রাণের ঝুঁকি নিয়ে বাসে উঠতে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দেয়।
দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় বিভিন্ন মিনিবাস স্টপেজে অনেক পরীক্ষার্থীকে আবার ঘন্টার পর ঘন্টা পরবর্তি মিনিবাসের জন্য অপেক্ষা করতে হয় দুরপাল্লার বাস বা ট্রেন ধরতে সিটি সেন্টার বা দুর্গাপুর স্টেশন যেতে়। ঠাসাঠাসি ভিড়ে নিত্যযাত্রী ও পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। এই সুযোগকে কাজে লাগিয়ে বহিরাগতদের কাছ থেকে এক শ্রেণির টোটো ও অটো চালকরা যাত্রী পিছু গন্তব্যে পৌঁছতে ডবল ভাড়া হাঁকে।