একদল বহিরাগতের তাণ্ডবে দুর্গাপুরের বেনাচিতি গুরুদ্বারা রোডের হিন্দি ভারতী স্কুল সোমবার দুপুরে টিফিন টাইমে রণক্ষেত্রের চেহারা নিল। বহিরাগতরা স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে টেনে হিঁচড়ে বের করে মেরে মাথা ফাটিয়ে দেয়। সেই সময় স্কুলের এক অশিক্ষক কর্মী তাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করে বহিরাগতরা বলে অভিযোগ। পড়শীদের চিৎকার ও স্কুলের ছাত্ররা একজোট হয়ে বহিরাগতদের প্রতিহত করলে বহিরাগতরা একটি বাইক ফেলে পালিয়ে যায়। স্কুলের ছাত্ররা ক্ষোভে বাইকটিতে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক বুঝে স্কুলের টিচার ইনচার্জ পুলিশের দারস্থ হন। জানা গেছে, আহত ছাত্রের নাম ছোট্টু রায়। আহত স্কুলের অশিক্ষক কর্মীর নাম বিভাস রায়। ছোট্টুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে।
স্কুলের টিচার-ইনচার্জ সমীর কুমার দে বলেন, স্কুলে জায়গা কম থাকায় টিফিন টাইমে স্কুলের মেন গেট খুলে দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য। এই সুযোগে বহিরাগত তান্ডব চলছে স্কুলের সামনে। স্কুলের প্রতিবেশীরা বলেন, যে ভাবে স্কুলের সামনে বহিরাগতরা রোজ ভিড় জমায় তাতে আমরা সকলেই আতঙ্কিত। পুলিশের কড়া হাতে স্কুলের সামনে বহিরাগতদের উপস্থিতির বিষয়টি দেখা উচিত বলে দাবি জানান রামকৃষ্ণ পল্লীর বাসিন্দারা। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ফেলে যাওয়া বাইকের সূত্র ধরে পুলিশ অপরাধিদের ধরার চেষ্টা শুরু করেছে বলে জানা গেছে।