.
স্বাস্থ্যবিধি মেনে ক্রেতারা যাতে সব্জি-ফল-মাছের বাজার করতে পারেন তাই দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত সগড়ভাঙাঙ্গার ঘোষ মার্কেট ও মুচিপাড়ার বাজারকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হল। স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী শনিবার সগড়ভাঙার ঘোষ মার্কেট ও মুচিপাড়ার বাজার পরিদর্শন করে দুর্গাপুরের মহকুমাশাসককে বাজার দুটি স্থানান্তরিত করার প্রস্তাব দেন বলে জানা গেছে। এরপরেই মহকুমা শাসক প্রশাসনিক তৎপরতা শুরু করে দুটি বাজারকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। রবিবার থেকে ঘোষ মার্কেট স্থানীয় কে-ব্লকের মাঠে এবং স্থানীয় মিতালি সঙ্ঘের মাঠে মুচিপাড়া বাজারকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়। দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, একই ভাবে দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন সেন মার্কেটেও ক্রেতাদের হুড়োহুড়ি রুখতে রবিবার থেকে পাশেই জীবন দীপ নার্সিং হোমের পিছনে সেন মার্কেট সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।