রেলওয়ে ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB) ও আরপিএফের যৌথ অভিযানে বর্ধমান স্টেশনে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিরল প্রজাতির সাদা হিমালয়ান সজারু। সজারু পাচারের অভিযোগে ধৃত ৩। ত্রিপুরা থেকে শিয়ালদহে পাচারের আগেই উদ্ধার হয় বিরল প্রজাতির হিমালয়ান সজারু দুটি।

বনদফতর ও রেলপুলিশ সূত্রে জানা গেছে, চড়া দামে বিক্রির উদ্দেশ্যে ত্রিপুরার ধর্মানগর থেকে একটি বিশেষ ধরণের চটের ব্যাগে করে ধৃতরা সজারু দুটিকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কলকাতায় নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান স্টেশনের ৫ নং প্লাটফর্মে বিকেল ৫ টা ১০ মিনিট নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাতানুকূল কামরায় অভিযান চালিয়ে সজারু দুটিক উদ্ধার করে সিআইবি ও আরপিএফ। সাদা সজারু খুবই বিরল প্রজাতির বলে বনদফতর সূত্রে জানা গেছে।

ধৃত তরুণ কুমার ঘোষের বাড়ি উত্তর ২৪ পরগণার গোপালপুরে। গণেশ সাউয়ের বাড়ি ঝাড়খন্ডের গিরিডিতে এবং পিন্টু কুমারের বাড়ি দিল্লিতে। উদ্ধার হওয়া সজারু দু’টিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। আপাতত সজারু দুটো সুস্থ আছে, কিছুদিন পর্যবেক্ষণে রাখার পরই সজারু দুটিকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গেছে।

Like Us On Facebook