স্বচ্ছ ও সবুজ ভারত গড়ার লক্ষ্যে এবার দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগার সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) ক্যাম্পাসে অর্গানিক ফলের বাগান তৈরি করার উদ্যোগ নেওয়া হল।

বুধবার সিএমইআরআই-এর ক্যাম্পাসে অর্গানিক বাগান গড়ার লক্ষ্যে আম, পেঁপে, কাঁঠাল,আমলা, নারকেল সহ বিভিন্ন ধরনের দেড়শ ফলের চারাগাছ রোপণ করা হয়। জানা গেছে, ডিসেম্বর মাসের মধ্যে এই অর্গানিক ফলের বাগানে পাঁচশ চারাগাছ রোপণ করা হবে। বুধবার এই অর্গানিক বাগান গড়ার লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল। অনুষ্ঠানের সূচনায় বৃক্ষ রোপন করে স্বচ্ছ ও সবুজ ভারত গড়ার লক্ষ্যেই যে এই অর্গানিক বাগান তৈরি তার দাবি করেন সিএমইআরআই-এর ডিরেক্টর প্রফেসর হরিশ হিরানি। সিএমইআরআই-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান দুর্গাপুরের মুখ্য বনপাল।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook