জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষ মন্দিরে ভক্তদের ভিড় এড়াতে ভার্চুয়াল দর্শন ও অনলাইনে প্রণামী দান এবং প্রসাদের হোম ডেলিভারির ব্যবস্থা করল। এই মর্মে দুর্গাপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষ অনলাইনে জন্মাষ্টমীর পুজো দেওয়ার জন্য ইসকন মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ভক্তদের কাছে পুজো পাঠানোর আবেদন রেখেছে। ফেসবুক এবং মন্দিরের ওয়েবসাইটে জন্মাষ্টমীর যাবতীয় অনুষ্ঠান দেখা যাবে বলে জানা গেছে। পুজোর জন্য অনলাইনে প্রণামী পাঠালে জন্মাষ্টমীর পর প্রসাদের হোম ডেলিভারি করা হবে বলে জানা গেছে।

অনলাইনে পুজো পাঠানোর জন্য গুগল ফর্ম ফিল আপ করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্রণামী পাঠানো যাবে (লিঙ্ক নীচে দেওয়া হল)। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই দুর্গাপুরের ইসকন মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পুজোপাঠ ও ভক্ত সমাগম হচ্ছে। মন্দিরে দৈনন্দিন পুজো, রথযাত্রা উৎসব, ঝুলন যাত্রা উৎসবে ভিড় এড়াতে ইসকন মন্দির কর্তৃপক্ষ ভক্তদের ভার্চুয়াল দর্শনের ব্যবস্থা করেছিল। এবার জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড় এড়াতে অনলাইন মাধ্যমকে ভরসা করেই মন্দির কর্তৃপক্ষ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন করতে পুজোর প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

Online Puja Offerings Available : https://forms.gle/Gfyxjazrj1Jw4qtW6
You can Send your Seva through : https://iskcon.cloudsoftware.website/Donate


Like Us On Facebook